আগের দিনের মূল্য সংশোধনের পর আজ দিনের শুরু থেকেই সূচক ছিল উর্ধমুখী। বেলা বাড়ার সাথে সাথে সূচকও বাড়তে থাকে। লেনদেনের এক পর্যায়ে ডিএসইএক্স ৫ হাজার ৯৪২ দশমিক ৫৭ পয়েন্টে উঠে গেলেও পরে তা কিছুটা কমে আসে। দিনশেষে ডিএসইএক্সের অবস্থান দাঁড়ায় ৫ হাজার ৯০৯ দশমিক ৩০ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ১৩৯ দশমিক ৩০ পয়েন্ট বেশি।
ডিএসইএক্সের আজকের অবস্থান গত ২ মাসের মধ্যে সর্বোচ্চ। এর চেয়ে উপরে ৫ হাজার ৯২৪ দশমিক ৫৩ পয়েন্ট ছিল ২০১৯ সালের ২৯ জানুয়ারি।
আজ ডিএসইতে ২ হাজার ৭০ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়, যা আগের দিনের চেয়ে ৩৭ কোটি ৬৪ লাখ টাকা বা ১ দশমিক ৭৮ শতাংশ কম।
আজ বাজারে ৩৬২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়, এর মধ্যে ১৫৯টির দাম বেড়েছে, কমেছে ১৩৩টির দাম। আর ৭০টির দাম ছিল অপরিবর্তিত।