ভারতের বিপক্ষে ৩৬৯ তুলে অস্ট্রেলিয়া হারেনি

ভারতের বিপক্ষে ৩৬৯ তুলে অস্ট্রেলিয়া হারেনি
সেটা ছিল বব সিম্পসন, বিল লরি, ইয়ান চ্যাপেলদের অস্ট্রেলিয়া। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৬৯ তুলে চান্দু বোর্দের ভারতকে ৩৯৮ রানের লক্ষ্য দিয়েছিল তারা। ১৯৬৭ সালে অ্যাডিলেডে সেই টেস্ট অস্ট্রেলিয়া জিতেছিল।

৩৭ বছর পর চেন্নাই টেস্টেও নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৬৯ রান তুলে পরে ম্যাচ ড্র করে অস্ট্রেলিয়া। এর ৮ বছর পর পার্থ টেস্টে সেই ভারতের বিপক্ষেই এক ইনিংস ব্যাট করে ইনিংস ব্যবধানের জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। সেই এক ইনিংসেও তাদের স্কোর ছিল ৩৬৯।

টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়া-ভারত ম্যাচে আর কোনো স্কোর দুবারের বেশি পুনরাবৃত্তি ঘটেনি। ৩৬৯ সেখানে চারবার! ওহ, হ্যাঁ শেষবারের কথা তো বলাই হলো না। সিডনি টেস্টে আজ দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ৩৬৯ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে এই স্কোর গড়ে অস্ট্রেলিয়া কখনো হারেনি।

ওদিকে ভারতীয় বোলিং যে হেরেছে, সেটাও বলা যাবে না। চোটের কারণে অভিজ্ঞরা না থাকলেও ভালোই লড়েছে মোট চার টেস্টের অভিজ্ঞতাসম্পন্ন বোলিং বিভাগ। টেস্ট জিততে প্রতিপক্ষের ২০ উইকটে নেওয়া গুরুত্বপূর্ণ, অস্ট্রেলিয়াকে ৩৬৯ রানে গুটিয়ে দিয়ে একটু দেরিতে হলেও সেই পথে হেঁটেছেন মোহাম্মদ সিরাজ-ওয়াশিংটন সুন্দররা। অভিষিক্ত ওয়াশিংটন ও টি. নটরাজন ৩টি করে উইকেট নেন। শার্দুল ঠাকুরের শিকারও ৩ উইকেট।

৫ উইকেটে ২৭৪ রান নিয়ে কাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল অস্ট্রেলিয়া। ক্রিজে ছিলেন অধিনায়ক টিম পেইন ও ক্যামেরন গ্রিন।

দুজনেই সেট হয়ে যাওয়ায় আজ চার শ টপকে যাওয়ার স্বপ্ন দেখাই স্বাভাবিক ছিল অস্ট্রেলিয়ার জন্য। কিন্তু ৯৫ রানে বাকি ৫ উইকেট তুলে নিয়ে পাল্টা লড়াই করেছে ভারতীয় বোলিং।

পেইন ফিফটি তুলে নিলেও ৩ রানের জন্য ফিফটিবঞ্চিত হন গ্রিন। ষষ্ঠ উইকেটে ৯৮ রানের জুটি গড়েন পেইন-গ্রিন। নবম উইকেটে নাথান লায়ন-মিচেল স্টার্ক আরও ৩৯ রান যোগ না করলে অস্ট্রেলিয়ার সংগ্রহ সাড়ে তিন শ পার হতো না।

নিজেদের প্রথম ইনিংসে এখন ব্যাট করছে ভারত। সপ্তম ওভারের দ্বিতীয় বলে দারুণ এক ডেলিভারিতে শুভমান গিলকে তুলে নেন প্যাট কামিন্স। এরপর রোহিত শর্মাকেও হারিয়েছে ভারত। লায়নের বলে আউট হওয়ার আগে রোহিত করেছেন ৪৪ রান। ক্রিজে এখন আছেন চেতেশ্বর পূজারা (৮*) ও অজিঙ্কা রাহানে (২*)। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে ৬২ রান তুলেছে ভারত।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়