ডিএসইতে সাপ্তাহিক শীর্ষ লেনদেন তালিকায় উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে রবি আজিয়াটা ২য় স্থান দখল করেছে। এ কোম্পানিটির গত সপ্তাহে ৫৮০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এক্ষেত্রে লেনদেন হয়েছে ৮ কোটি ৮৫ লাখ শেয়ার।
এর আগের সপ্তাহে রবি লেনদেনের ৫ম স্থান দখল করেছিল। ওই সপ্তাহে কোম্পানিটির ৪১১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এক্ষেত্রে লেনদেন হয়েছিল ১০ কোটি ৩ লাখ শেয়ার।
এদিকে গত সপ্তাহে লেনদেনে ৩য় অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এ কোম্পানির ৫৩৯ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপরের অবস্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের ৫০৮ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনে শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- লাফার্জহোলসিমের ৩৯৪ কোটি ৪৬ লাখ টাকার, আইএফআইসি ব্যাংকের ৩০০ কোটি ৪৪ লাখ টাকার, সামিট পাওয়ারের ২০৩ কোটি ৬৩ লাখ টাকার, পাওয়ার গ্রীডের ১৯৩ কোটি ২০ লাখ টাকার, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ১৪৭ কোটি ৩৬ লাখ টাকার এবং সিটি ব্যাংকের ১২৩ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।