সূত্র মতে, গত সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে অলটেক্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১.৮০ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৯.৮০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ১৬.৯৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে অলটেক্স ইন্ডাস্ট্রিজ ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে লাফার্জহোলসিমের ১৫.৩৩ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ১৪.৯৫ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ১৩.৮৬ শতাংশ, এপোলো ইস্পাতের ১৩.৪৮ শতাংশ, জুট স্পিনার্সের ১২.৪৯ শতাংশ, মিথুন নিটিংয়ের ১২.১২ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ১২ শতাংশ, রবি আজিয়াটার ১১.৯৮ শতাংশ এবং ডেল্টা স্পিনার্সের শেয়ার দর ১১.৪৯ শতাংশ কমেছে।