নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, এ বছর ইরি-বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮০ হাজার ৬২৫ হেক্টর। বীজতলার লক্ষ্যমাত্রা আট হাজার ৯১৩ হেক্টর হলেও প্রায় সাড়ে ১০ হাজার চারা উৎপাদন করা হয়েছে। ইতোমধ্যে ৬৩ হাজার হেক্টর জমি রোপণ করা হয়েছে।
গত কয়েকদিন থেকে সূর্যের দেখা মিলছে না। ঘনকুয়াশার সঙ্গে হালকা বাতাসে শীতের তীব্রতা বেড়েছে। প্রচণ্ড শীতে জবুথবু হয়ে পড়েছে মানুষ ও গৃহপালিত পশু। শীতকে উপেক্ষা করে কাজ করছেন চাষিরা।