সূত্র মতে, গত সপ্তাহে রবির ৯৪১ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এক্ষেত্রে ১৫ কোটি শেয়ার লেনদেন হয়েছে।
এর আগের সপ্তাহে (১০-১৪ জানুয়ারি) রবি আজিয়াটা সাপ্তাহিক লেনদেনের ২য় স্থান দখল করেছিল। এ কোম্পানিটির ওই সপ্তাহে ৫৮০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এক্ষেত্রে লেনদেন হয়েছিল ৮ কোটি ৮৫ লাখ শেয়ার।
লেনদেনে শীর্ষ থাকা অন্য কোম্পানিগুলো- বেক্সিমকোর সামিট পাওয়ার, লংকাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, সিটি ব্যাংক, লাফার্জহোলসিম, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।