শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে বুন্দেসলিগার ম্যাচে মনশেনগ্ল্যাডব্যাখের কাছে ৪-২ গোলে হেরে গেছে বরুশিয়া ডর্টমুন্ড। বরুশিয়ার হয়ে একাই হালান্ড করেছেন জোড়া গোল। মনশেনের হয়ে দুইবার জালের ঠিকানা খুঁজে পেয়েছেন নিকো এলভেদি।
নিজেদের ঘরের মাঠে খেলতে নেমে মাত্র ১১ মিনিটেই প্রথম গোল পেয়ে যায় মনশেনগ্ল্যাডব্যাখ। অতিথিদের জালে প্রথম গোলটি করেন এলভেদি। এর ১১ মিনিট পর সমতা ফেরান বরুশিয়ার ২০ বছর বয়সী নরওয়েজিয়ান ফুটবলার হালান্ড।
পরে ২৮ মিনিটের মাথায় দলকে লিডও এনে দেন হালান্ড। কিন্তু তা যথেষ্ঠ হয়নি। মিনিট চারেক পর নিজের দ্বিতীয় গোলে ম্যাচে সমতা ফেরান এলভেদি। প্রথমার্ধ শেষ হয় ২-২ গোলের সমতায়।
দ্বিতীয়ার্ধে ফিরে মাত্র ৪ মিনিটের মধ্যে আবারও লিড মনশেনগ্ল্যাডব্যাখ। এবার গোল করেন রামি বেনসেবাইনি। আর সবশেষ ৭৮ মিনিটের মাথায় বরুশিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন মার্কাস থুরাম।
এ পরাজয়ের ফলে আরও ধূসর হলো বরুশিয়ার শিরোপা স্বপ্ন। এ পর্যন্ত খেলা ১৮ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পঞ্চম। মনশেনগ্ল্যাডব্যাখ সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে রয়েছে চারে। শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের নামের পাশে রয়েছে ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট।