১৭ মে পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ালো সৌদি

১৭ মে পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ালো সৌদি
আগে থেকে বলা হচ্ছিল, নিজেদের দেশের বাসিন্দাদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা এবং বন্দরগুলো এ বছরের ৩১ মার্চ খুলে দেবে সৌদি। এর আগে চলতি বছরের ৮ জানুয়ারি দেশটি এ তথ্য দিয়েছিল। তবে তা আর হচ্ছে না।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণের জেরে বন্দর খোলার সিদ্ধান্ত পিছিয়েছে রিয়াদ। ১৭ মে পর্যন্ত, স্থলবন্দর, নৌ-বন্দর ও সমুদ্রবন্দর খোলার সিদ্ধান্ত স্থগিত রেখেছে সৌদি আরব। সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল, ৩১ মার্চ বাসিন্দাদের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দিয়ে বন্দর খুলে দেওয়া হবে। তবে করোনাভাইরাস সংক্রমণের বিষয়টি এবং বিশ্বের বিভিন্ন দেশে নতুন বৈশিষ্ট্যের করোনা ছড়ানো দেখে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সৌদি আরবে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন লাখ ৬৭ হাজার পাঁচশ ৪৩ জন এবং মারা গেছে ছয় হাজার তিনশ ৬৮ জন।

সূত্র: সৌদি গেজেট

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ভিসা ছাড়াই তুরস্কে যেতে পারবেন যারা
পর্যটকদের সেন্ট মার্টিন ছাড়ার নির্দেশ
এভিয়েশন শিল্পের দ্বিগুণ প্রবৃদ্ধি হয়েছে
খৈয়াছড়া ঝরনা: কীভাবে যাবেন, কোথায় থাকবেন, খরচ কেমন
টিকিটে ১০ শতাংশ ছাড় দিচ্ছে বিমান
পর্যটনকেন্দ্রের পরিবেশ রক্ষা করতে হবে
ঢাকা-আদ্দিস আবাবার ম‌ধ্যে সরাসরি বিমান চালুর প্রস্তাব
টিকিটে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে বিমান
ঢাকা-গুয়াংজু রুটে বিমানের ফ্লাইট চালু ১৪ সেপ্টেম্বর
পর্যটন দিবস উপলক্ষে চার দিনব্যাপী মেলার আয়োজন