সরকারি কর্ম কমিশন সোমবার (১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তারিখ ঘোষণা করেছে।
এতে বলা হয়, ৬ আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষ হবে।
পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলী গণমাধ্যমে বিজ্ঞপ্তির পাশাপাশি পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
৪৩তম বিসিএস পরীক্ষা অংশ নিতে আগামী ৩১ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করা যাবে। গত বছরের ৩০ নভেম্বর ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
উল্লেখ্য, করোনাভাইরাস মহামারি মোকাবিলায় বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার সহকারী সার্জন নিয়োগ দেওয়া হবে।
৪৩তম সাধারণ বিসিএসের মাধ্যমে ৩০০ এডমিন ক্যাডার, ১০০ পুলিশ, ২৫ পররাষ্ট্র ক্যাডার এবং ৮৪৩ শিক্ষকসহ মোট ১ হাজার ৮১৪ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।