প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
অধিনায়কত্বের ছোট্ট মেয়াদে এই প্রথম পূর্ণ শক্তির দল পাচ্ছেন মুমিনুল হক। এর আগে যে চারটি টেস্টে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করেছেন বাঁহাতি ব্যাটসম্যান, সেখানে সাকিব আল হাসান তো নিষেধাজ্ঞার কারণে ছিলেনই-না, পাশাপাশি কখনো ছিলেন না ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল তো কখনো উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

কিন্তু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু প্রথম টেস্টে পূর্ণ শক্তির দল নিয়ে নামছেন মুমিনুল।

এর মধ্যে টেস্টের টসও হয়ে গেছে। তাতে জিতেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ দল।

হঠাৎ করেই বাংলাদেশের টেস্ট দলের অধিনায়কত্ব পেয়ে যাওয়া মুমিনুল এর আগে চার টেস্টের তিনটিতেই হেরেছেন। তিনটিই ইনিংস ব্যবধানে হার। তবে তিনটি টেস্টই ছিল বিদেশের মাটিতে। দুটি ভারতে আর একটি পাকিস্তানে। আর দেশের মাটিতে তাঁর অধিনায়কত্বে যে একমাত্র টেস্টটি খেলেছে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে সেই টেস্টটিতে জিতেছে।

টেস্ট সিরিজ উপলক্ষে বোলিং বিভাগে শক্তি নিয়ে ফেরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ কেমন করে, সেটিই এখন দেখার। করোনা হানা দেওয়ার পর এই প্রথম টেস্ট খেলতে নামছে বাংলাদেশ, লাল বলের ক্রিকেটে বাংলাদেশের প্রায় এক বছরের বিরতি ঘুচছে।

বাংলাদেশ একাদশ:
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
ক্রেইগ ব্রাথওয়েট, জন ক্যাম্পবেল, জার্মেইন ব্ল্যাকউড, শেইন মসেলি, এনক্রুমা বোনার, জশুয়া ডা সিলভান, রাকিম কর্নওয়াল, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল, জোমেল ওয়ারিকান ও কাইল মেয়ার্স।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়