গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫৩ পয়েন্ট বা ৫.৩৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৮০ পয়েন্টে। বাকি দুটি সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক ৪৪ দশমিক ৯০ পয়েন্ট বা ৪ দশমিক ১২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০৪৫ পয়েন্ট। এবং ডিএসই-৩০ আগের সপ্তাহের তুলনায় ১০০ দশমিক ৪৩ পয়েন্ট বা ৬ দশমিক ৩১ শতাংশ কমে দাড়িয়েছে ১৪৯২ পয়েন্টে।
সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে তিন লাখ ৪২ হাজার ৯৮৩ কোটি টাকা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল তিন লাখ ৫৯ হাজার ২৬২ কোটি টাকা।সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১৬ হাজার ২৭৯ কোটি টাকা।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৮২ পয়েন্ট বা ৫ দশমিক ৩৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৪৩ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ৪৭৯ পয়েন্ট বা ৫ দশমিক ৪৩ শতাংশ কমে ৮ হাজার ৩৩৩ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৮৬৩ পয়েন্ট বা ৬ দশমিক ৭৫ শতাংশ কমে ১১ হাজার ৯১২ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ৭৬ পয়েন্ট বা ৭ দশমিক ২০ শতাংশ কমে ৯৭৮ পয়েন্ট এবং সিএসআই ৪৫ পয়েন্ট বা ৪ দশমিক ৭৩ শতাংশ কমে ৯০১ পয়েন্টে দাঁড়িয়েছে।