জানা গেছে, বুধবার বাংলাদেশের হাইকমিশনার সফর বিষয়ে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। সফরে দুই দেশের মধ্যে বিরাজমান দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
এছাড়া, মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের নানাবিধ সমস্যা ও সমাধান বিষয়ে সফরকালে আলোচনা হবে।
অন্যদিকে মার্চে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মুহাম্মদ সলিহ’র ঢাকায় সম্ভাব্য সফরের বিষয়টিও আলোচনায় স্থান পাবে।
মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর সফরের সময় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ঢাকায় অবস্থান করবেন।