তিনি বলেন, শিশু পার্কের সামনের রাস্তায় র্যাব টহল চৌকি বসিয়ে তল্লাশি করছিল। রাত ১২টার দিকে একটি অটোরিকশা থেকে চারজন নেমে র্যাবকে লক্ষ্য করে গুলি করতে শুরু করে। আচমকা গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলিতে একজন আহত হলেও অন্য তিনজন পাশের হাসপাতালের দেয়াল টপকে পালিয়ে যায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি পাওয়া যায় বলে জানান মহিউদ্দিন ফারুকী।
র্যাব কর্মকর্তা ফারুকী বলেন,ঘটনাস্থলে দুটি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। একটিতে নাম লেখা রয়েছে হানিফ এবং আরেকটিতে শামীম বিশ্বাস। নিহত ব্যক্তি কে, তা পরে মিলিয়ে দেখা হবে। এই চক্রটি অটোরিকশায় করে ছিনতাই, দস্যুতায় জড়িত বলে ধারণা করা হচ্ছে।