সূত্র মতে, সভায় ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।
২০১৯ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।
কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করছে কোম্পানিটি।
বিডি ফিন্যান্স লিমিটেডের মোট শেয়ারের ৩০ দশমিক ৩২ শতাংশ রয়েছে পরিচালকদের কাছে। বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে রয়েছে ১৪ দশমিক ৩৭ শতাংশ। এছাড়া সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৫৫ শতাংশ ৩১ শতাংশ শেয়ার।