রোববার (৭ ফেব্রুয়ারি) অষ্টমদিনের মত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষক অবস্থান কর্মসূচি পালন করেন।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্থাপত্য ডিসিপ্লিনের অধ্যাপক ড. অনির্বাণ মোস্তফা বলেন, যতদিন পর্যন্ত আবুল ফজল, শুক্লা কাবেরী ও শাকিলা আলমদের চাকরিচ্যুতির সিদ্ধান্ত প্রত্যাহার না হবে ততদিন আমাদের এ প্রতিবাদ অব্যাহত থাকবে। প্রয়োজনে আমরা আরও কঠোর কর্মসূচি পালন করবো।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২১২ তম সভায় শিক্ষার্থীদের আন্দোলনে উস্কানি, অসদাচরণ, প্রশাসনবিরোধী কার্যক্রমসহ নানা অভিযোগে বাংলা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. আবুল ফজলকে বরখাস্ত এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হৈমন্তী শুক্লা কাবেরী ও বাংলা ডিসিপ্লিনের প্রভাষক শাকিলা আলমকে চাকরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়।