দুলকার সালমানের সিনেমায় ডায়ানা পেন্টি

দুলকার সালমানের সিনেমায় ডায়ানা পেন্টি
নাম প্রকাশ না হওয়া নিজের একটি প্রযোজনায় পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করছেন ভারতের দক্ষিণী তারকা দুলকার সালমান। এই কপ ফিল্মে বলিউড অভিনেত্রী ডায়ানা পেন্টির সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন এ সুদর্শন অভিনেতা।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, সম্প্রতি এ অভিনেতা-প্রযোজক নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মিষ্টি বার্তা দিয়ে ডায়ানা পেন্টির নাম ঘোষণা করেছেন।

দুলকার সালমান লিখেছেন, ‘আমাদের নতুন সিনেমায় তোমাকে স্বাগতম, ডায়ানা পেন্টি! তোমাকে পেয়ে আমরা খুবই উৎফুল্ল। আশা করি, তুমি এই সিনেমায় সেরা সময় কাটাবে...।’ সেইসঙ্গে দুজনের ছবি প্রকাশ করেছেন দুলকার।

সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ডায়ানা পেন্টি। এ সিনেমার মাধ্যমে তাঁর মালয়ালাম ভাষার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে।

পত্রপত্রিকার খবর, দুলকার সালমান ও ডায়ানা পেন্টি উভয়েই পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করবেন নাম ঠিক না হওয়া এ সিনেমায়।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ববি-সঞ্জয়। এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মনোজ কে জয়নকে। এ সিনেমার সংগীতায়োজন করবেন বিখ্যাত তামিল মিউজিশিয়ান সন্তোষ নারায়ণ, এর মাধ্যমে তাঁরও মালয়ালাম সিনেমায় অভিষেক হতে যাচ্ছে। সম্পাদনা করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সম্পাদক এ শ্রীকর প্রসাদ। সিনেমাটি প্রযোজনা করছে দুলকার সালমানের প্রযোজনা সংস্থা ওয়েফারার ফিল্মস।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার