ডিএসসিসি আন্তঃওয়ার্ড ফুটবল শুরু

ডিএসসিসি আন্তঃওয়ার্ড ফুটবল শুরু
ফুটবল দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আয়োজিত আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি কাজী মো. সালাউদ্দিন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডকে সম্পৃক্ত করা হয়েছে। এর মধ্যে ৬৩টি দল ফুটবল এবং ৬৪টি দল ক্রিকেটে অংশগ্রহণ করবে।

নকআউট পদ্ধতিতে খেলা শেষে ১৫ মার্চ ফুটবলের সমাপনী অনুষ্ঠানও হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। ক্রিকেটের উদ্বোধনী সমাপনী অনুষ্ঠিত হবে আউটার স্টেডিয়ামে। ১৩টি মাঠে এই ক্রিকেট ও ফুটবল খেলা অনুষ্ঠিত হবে।

ক্রিকেট ও ফুটবল চ্যাম্পিয়ন দল ৫ লাখ টাকা রানার্সআপ দল তিন লাখ টাকা করে অর্থ পুরস্কার পাবে। ম্যান অব দ্য টুর্নামেন্ট পাবেন ২০ হাজার টাকা করে।

ফুটবলের উদ্বোধনী ম্যাচে ৫৮ নম্বর ওয়ার্ড টাইব্রেকারে ৩-১ গোলে ২ নম্বর ওয়ার্ডকে হারিয়েছে। নির্ধারিত সময়ের খেলা ছিল গোলশূন্য।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়