বৃহস্পতিবার ডিএসইতে টাকার পরিমাণে এক হাজার ৫৫ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ২৬৯ কোটি ৪৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ৭৮৬ কোটি ১ লাখ টাকার।
এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৮৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৮ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমেছে।
বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৫১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৪টির, দর কমেছে ২৩৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮৩টি কোম্পানির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৬৬ পয়েন্ট। সূচকটি ১৫ হাজার ৯১২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৮৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার।
সিএসইতে মোট ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪১টির, দর কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।