শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরের শ্রীপুরে বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত একটি টিউলিপ ও স্ট্রবেরি বাগান পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় স্থানীয় সংসদ সদস্য মো. ইকবাল হোসেন সবুজও উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী বলেন, টিউলিপ বিদেশি ফুল। আর্থিক মূল্য বেশি হওয়ায় আজকে বাংলাদেশেও বিভিন্ন রঙের টিউলিপ চাষ হচ্ছে- এটি খুব আনন্দের ও সম্ভাবনার। দেশে এই ফুলের বাজারজাত করতে হবে এবং বিদেশে রপ্তানি করতে পারলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা যাবে।