ক্যাম্পিংয়ে সঙ্গে রাখবেন যেগুলো

ক্যাম্পিংয়ে সঙ্গে রাখবেন যেগুলো
ভ্রমণের গতানুগতিক স্থানগুলোর ভিড় বাদ দিয়ে পাহাড় কিংবা নদীর ধারে একাকী সময় কাটাতেই ভালো লাগে আপনার? তবে দুর্গম পাহাড়ের বাঁকে অস্থায়ী বাসা বানিয়ে করে ফেলতে পারেন ক্যাম্পিং। জেনে নিন ক্যাম্পিং করতে চাইলে কোন জিনিসগুলো অবশ্যই রাখবেন সঙ্গে।


  • একটি টেকসই ও পানি নিরোধক তাঁবু ক্যাম্পিংয়ের অন্যতম প্রধান অনুষঙ্গ। সহজে বহনযোগ্যও হওয়া চাই।




  • ভালো গ্রিপওয়ালা জুতা পরবেন অবশ্যই। এটি দুর্গম পথ পাড়ি দিতে সাহায্য করবে আপনাকে।




  • প্লাস্টিক বা পলিথিন ব্যাগ রাখুন সঙ্গে। এতে ভেজা কাপড় বহন করতে সুবিধা হবে।




  • স্লিপিং ব্যাগ নিন। পছন্দ মতো জায়গায় আরামদায়ক ঘুমের জন্য এটি ভীষণ প্রয়োজনীয়।




  • পানির বোতল রাখবেন অবশ্যই। সুযোগ বুঝে ভরে নেবেন পানি।




  • পাওয়ার ব্যাংক রাখুন সঙ্গে।




  • ক্যাম্পিংয়ের সময় সঙ্গে টর্চ রাখা ভীষণ জরুরি।




  • প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রাখবেন। জ্বর বা ব্যথার ওষুধও রাখা চাই।




  • অডোমস বা মশা নিরোধক ক্রিম নিয়ে যাবেন।




মনে রাখবেন
ক্যাম্পিংয়ে নিজের ব্যাগ নিজেকেই বহন করতে হয়। তাই অপ্রয়োজনীয় জিনিস নিয়ে অযথা ব্যাগ ভারি করবেন না। সঙ্গে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের ফটোকপি রাখবেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

জাতীয় দলে আর খেলবেন না তামিম
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের দল ঘোষণা
ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ
কম খরচেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে
২০৩৪ ফুটবল বিশ্বকাপ হবে সৌদি আরবে
অনূর্ধ্ব-১৯ শিরোপা জয়ীদের প্রধান উপদেষ্টার অভিনন্দন
বাংলাদেশ ফুটবল দলের পেজ হ্যাক
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫
আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার পান্ত
আইপিএল নিলামের আগে নিষিদ্ধ হলেন দুই ক্রিকেটার