বেসরকারি হাসপাতালে টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়নি: স্বাস্থ্যসচিব

বেসরকারি হাসপাতালে টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়নি: স্বাস্থ্যসচিব
বেসরকারি হাসপাতালে টিকা দেওয়ার বিষয়ে অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দেশে চলমান টিকাদান কর্মসূচি সম্পর্কে স্বাস্থ্যসচিব বলেন, চমৎকার পরিবেশে টিকা দেওয়া হচ্ছে। দেশে টিকা কার্যক্রমের দীর্ঘ অভিজ্ঞতার ফলে সুষ্ঠুভাবেই চলছে কভিড টিকা কার্যক্রম। কোথাও কোনো সমস্যা হয়নি। তিনি বলেন, টিকা নিতে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগছে। টিকার প্রাপ্তি নিয়ে কোনো সংশয় নেই।

টিকা নিতে সর্বোচ্চ ৫ মিনিট সময় লাগছে উল্লেখ করে স্বাস্থ্য সচিব বলেন, টিকার প্রাপ্তি নিয়ে কোনো সংশয় নেই। পরের চালান যথাসময়ে আসবে।

তিনি আরও বলেন, সাড়ে পাঁচ লাখ মানুষকে এরইমধ্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আজকের দিন হিসাব করলে ৬ লাখের বেশি হবে। টিকাদান কর্মসূচি ভালোভাবে করা যাচ্ছে শুধুমাত্র পূর্বের অভিজ্ঞার কারণে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়