সূত্র মতে, বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ২২.৫০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৪.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.২০ টাকা বা ৯.৭৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে লাভেলো আইসক্রীম ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকোর ৬.৯২ শতাংশ, বেক্সিমকো ফার্মার ৫.৮৩ শতাংশ, বার্জার পেইন্টসের ৫.৮১ শতাংশ, ইউনিলিভারের ৪.৯৯ শতাংশ, রেকিট বেনকিজারের ৪.৫৭ শতাংশ, জিবিবি পাওয়ারের ৪.২৩ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৪.০৫ শতাংশ, গোল্ডেন সনের ৩.৮৯ শতাংশ এবং ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৩.৬৩ শতাংশ বেড়েছে।