ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার তাদের ক্লোজিং শেয়ার দর ছিল ৩৯.৪০ টাকা। আজ কোম্পানিটির লেনদন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৩৫.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৮০ টাকা বা ৯.৬৪ শতাংশ কমেছে। যার ফলে ডিএসই’র টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড।
দর কমার শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফেডারেল ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এবং জিলবাংলা সুগার।