'হাওয়াই বসন্ত' উদযাপন করল রাবি'র চারুকলা

'হাওয়াই বসন্ত' উদযাপন করল রাবি'র চারুকলা
মানুষ উৎসবে মেতে উঠুক বা না উঠুক, প্রকৃতি ঠিকই তার উপহার নিয়ে হাজির হয়। ফাগুনের মাতাল হাওয়ায় ঠিকই মেতে ওঠে বাংলার রূপ। সুতরাং ফুল ফুটুক আর না ফুটুক বসন্ত আসবেই। আর সেই ধারণা থেকে ‘বসন্ত আসবেই...’ স্লোগানকে সামনে রেখে অনলাইনে প্রথমবারের মতো হাওয়াই বসন্ত-১৪২৭ উদযাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আজ রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ‘রেডিও চারু’ নামের একটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দিবসটি উদযাপন করেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা।

অনুষদের শিক্ষার্থী সায়েলীন শুভ এবং শারমিন আক্তার সম্পার যৌথ সঞ্চলনায় শুরু হওয়া অনুষ্ঠানে চারু শিক্ষার্থীদের পাঠানো নাচ, গান, কবিতা, ফ্যাশন শো এবং নাটিকা প্রদর্শন করা হয়। সেখানে অনুষদের শিক্ষকগণও অংশগ্রহণ করেন। এ ছাড়া অনুষ্ঠানে সঞ্চালক সরাসরি ভিডিও কলে কিছু পারফর্ম এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেন। পরে চারুকলার শিক্ষার্থীদের বিভিন্ন শিল্পকর্মের ছবি নিয়ে একটি ‘অনলাইন শিল্পকর্ম প্রদর্শনী’ অনুষ্ঠিত হয়।

অনলাইন বসন্তবরণ উৎসবের সমন্বয়ক ও চারুকলা অনুষদের শিক্ষার্থী জনি মাহমুদ বলেন, এবারে অনলাইন বসন্তবরণ উৎসবটির নাম ছিল 'হাওয়াই বসন্ত ১৪২৭'। ‘বসন্ত আসবেই...’ এই আত্মবিশ্বাসী আশার বাণীকে উপজীব্য করেই মূলত এবারের এই আয়োজন।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্ধার্থ শংকর তালুকদার বলেন, আমরা প্রতিবছর বর্ণাঢ্যভাবে বসন্ত উদযাপন করলেও এবারে করোনা মহামারির ফলে সেভাবে উদযাপন করতে সক্ষম হইনি। এটা খুবই দুঃখজনক। তবে উৎসাহী কিছু শিক্ষক-শিক্ষার্থীর সহযোগিতায় অনলাইনেই বসন্ত উদযাপন সম্ভব হয়েছে। অনুষ্ঠানে আনন্দের কমতি থাকলেও সেটা মন্দের ভালো বটে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি