ইসলামী ব্যাংকের 'হাজী ক্যাম্প শাখা' নতুন ঠিকানায়

ইসলামী ব্যাংকের 'হাজী ক্যাম্প শাখা' নতুন ঠিকানায়
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের হাজী ক্যাম্প শাখা স্থানান্তর করা হয়েছে। রাজধানীর এয়ারপোর্ট এলাকার আশকোনার হাজী কমর উদ্দিন টাওয়ারে এ শাখা স্থানান্তর করা হয়েছে।

আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে নতুন ঠিকানায় এ শাখার উদ্বোধন করেন।

ব্যাংকের ঢাকা নর্থ জোনপ্রধান মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব ও হজ্জ অফিস ঢাকার পরিচালক মো. সাইফুল ইসলাম ও স্থানীয় কাউন্সিলর মো. আনিসুর রহমান নাঈম। গ্রাহক ও শুভানুধ্যায়ীদের পক্ষে বক্তব্য রাখেন এফবিসিসিআই সদস্য মো. হারুন আর রশিদ তরুণ ও ব্যবসায়ী মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের হাজী ক্যাম্প শাখাপ্রধান সাইফুল ইসলাম। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, শরিয়াহ নীতিমালা পরিপালন করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ও আন্তরিক সেবা প্রদানের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে ইসলামী ব্যাংক। এ ব্যাংক দেশের বিভিন্ন শিল্পে বিনিয়োগ করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে উদ্যোক্তা, ব্যবসায়ী ও গ্রাহকসহ সকল শ্রেণীর মানুষের প্রথম পছন্দের ব্যাংকে পরিনত হয়েছে। ফলশ্রুতিতে ২০২০ সালে করোনার কঠিন সময়েও এ ব্যাংকের ২৩ হাজার কোটি টাকার নতুন আমানত সংগ্রহ হয়েছে। তিনি এ ব্যাংকের উন্নত প্রযুক্তি সমৃদ্ধ সেবা গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়