আইপিএলে নতুন নামে আসছে পাঞ্জাব

আইপিএলে নতুন নামে আসছে পাঞ্জাব
দুই বছর আগে নাম পরিবর্তন করেছিল দিল্লি ডেয়ারডেভিলস। যদিও মালিকানা পরিবর্তনের কারণে নাম পরিবর্তন হয়ে দিল্লির ফ্রাঞ্চাইজিটি নতু নাম ধারণ করেছিল ‘দিল্লি ক্যাপিটালস’ হিসেবে। দুই বছর পর তারা সাফল্যও পেয়েছিল বেশ। গত আইপিএলের ফাইনাল খেলেছিল ক্যাপিটালস। যদিও শিরোপা জিততে পারেনি তারা।

প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাবও এবার চিন্তা করছে, নাম পরিবর্তনের। দলটির বিশ্বাস, নাম পরিবর্তন করলে হয়তো সফলতার দেখা মিলতেও পারে। শুধু নামই নয়, লোগোও পরিবর্তন করেছে তারা।

পুরনো নাম ‘কিংস ইলেভেন পাঞ্জাব’ পরিবর্তন করে ‘পাঞ্জাব কিংস’ নামে আগামী আইপিএলে অংশ নেবে নেস ওয়াদিয়া, প্রীতি জিনতার মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি। কাঙ্খিত শিরোপা জয়ের লক্ষ্যেই নাম বদলের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও ফ্র্যাঞ্চাইজি সূত্র জানিয়েছে, বহুদিন ধরেই নাকি এমন পরিকল্পনা করে আসছিল তারা।

দিল্লি ক্যাপিটালস (পূর্বে দিল্লি ডেয়ারডেভিলস) এবং রাইজিং পুনে সুপারজায়ান্টের (পূর্বে পুনে ওয়ারিয়র্স) পর আইপিএলের তৃতীয় ফ্র্যাঞ্চাইজি হিসেবে নাম পরিবর্তনের রাস্তায় হাঁটল প্রীতির পাঞ্জাব।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, দীর্ঘ আলোচনার পর নতুন নাম ঠিক করা হয়েছে। এমনকি রাতারাতিও এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। কিংস ইলেভেন পাঞ্জাব থেকে পাঞ্জাব কিংস হওয়ার পরিকল্পনাটি ছিল নাকি দীর্ঘ সময়ের।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়