আগামীকাল থেকে ক্রিকেটা রদের টিকা প্রদান শুরু

আগামীকাল থেকে ক্রিকেটা রদের টিকা প্রদান শুরু
অন্যদের মতো বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও করোনাভাইরাসের টিকা পেতে যাচ্ছেন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) থেকে করোনাভাইরাসের টিকা প্রদান শুরু হবে। তবে ওই দিন শুধুই নিউজিল্যান্ড সিরিজ খেলতে যাওয়া ক্রিকেটারদের ভ্যাকসিন দেওয়া হবে। বাদ বাকি যারা আছেন তারা ভ্যাকসিনেশনের আওতায় আসবেন এরপরে।

এদিকে বাদবাকি ক্রিকেটারদের ভ্যাকসিনেশনের আওতায় আনতে ইতোমধ্যেই তালিকা তৈরির কাজ শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষ হলে তা পাঠানো হবে সরকারের সংশ্লিষ্ট দফতরে। এবং তাদের নির্দেশনা মোতাবেক সবার শরীরে টিকা প্রয়োগ করা হবে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) এখবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবি’র সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

তিনি বললেন, বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) আমরা শুধু জাতীয় দলের যারা নিউজিল্যান্ডে যাচ্ছে তাদের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করেছি। অন্য যারা আছে তাদের তালিকা তৈরি হচ্ছে। সেটা সরকারকে পাঠানো হবে। পরে সরকারি নির্দেশনা অনুযায়ী তাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে ২৪ ফেব্রুয়ারি বিকেলে বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে টিম টাইগারদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে সফরের আগেই সিরিজের স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটারদের টিকা নিশ্চিত করতে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো