এদিকে বাদবাকি ক্রিকেটারদের ভ্যাকসিনেশনের আওতায় আনতে ইতোমধ্যেই তালিকা তৈরির কাজ শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষ হলে তা পাঠানো হবে সরকারের সংশ্লিষ্ট দফতরে। এবং তাদের নির্দেশনা মোতাবেক সবার শরীরে টিকা প্রয়োগ করা হবে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) এখবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবি’র সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
তিনি বললেন, বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) আমরা শুধু জাতীয় দলের যারা নিউজিল্যান্ডে যাচ্ছে তাদের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করেছি। অন্য যারা আছে তাদের তালিকা তৈরি হচ্ছে। সেটা সরকারকে পাঠানো হবে। পরে সরকারি নির্দেশনা অনুযায়ী তাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে ২৪ ফেব্রুয়ারি বিকেলে বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে টিম টাইগারদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে সফরের আগেই সিরিজের স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটারদের টিকা নিশ্চিত করতে।