সূত্র জানায়, মঙ্গলবার বেক্সিমকো’র ক্লোজিং শেয়ার দর ছিল ৯৫.৩০ টাকা। আজ লেনদন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৮৯.৭০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৫.৬০ টাকা বা ৫.৮৮ শতাংশ কমেছে। যার ফলে ডিএসই’র দর কমার তালিকায় শীর্ষে উঠে আসে বেক্সিমকো লিমিটেড।
এদিন দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড। মঙ্গলবার প্রতিষ্ঠানটির ক্লোজিং শেয়ার দর ছিল ২১ টাকা। আজ লেনদন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ২০.৪০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ০.৬০ টাকা বা ২.৮৬ শতাংশ কমেছে।
এই তালিকার তৃতীয় স্থানে আছে শাইনপুকুর সিরামিক লিমিটেড। মঙ্গলবার কোম্পানিটির ক্লোজিং শেয়ার দর ছিল ২৪.৬০ টাকা। আজ লেনদেন শেষে তাদের শেয়ার দর দাঁড়ায় ২৩.৪০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১.২০ টাকা বা ৪.৮৮ শতাংশ কমেছে।
এদিন দর কমার শীর্ষ থাকা অন্য কোম্পানিগুলো হলো- এসএস স্টীল, যমুনা ব্যাংক, এলআর গ্লোবাল মিউচুয়্যাল ফান্ড, ইন্ট্রাকো রিফিউয়েলিং স্টেশন, সিঙ্গার বাংলাদেশ, গোল্ডেন সন লিমিটেড ও লঙ্কাবাংলা ফাইন্যান্স