অনেক আগে থেকেই সুরি নকিয়া বোর্ড পরিচালনা পর্ষদের প্রতি আভাস দিয়েছিলেন, যদি তিনি যোগ্য উত্তরাধিকারী পান তাহলে ভবিষ্যতে যেকোনো সময় তার পদ থেকে সরে দাঁড়াতে পারেন। প্রতিষ্ঠানটির এ ঘোষণার পরে রাজীব এক বিবৃতিতে বলেন, নকিয়ায় দীর্ঘ ২৫ বছর পার করেছি, এবার আলাদা কিছু করতে চাই। নকিয়া সর্বদা আমার অংশ হয়ে থাকবে। নকিয়াকে আরো উন্নত করতে এবং নিজেকে ভালো নেতা করে গড়ে তোলার জন্য নকিয়াকে ধন্যবাদ জানান রাজীব সুরি।
বিশ্বের শীর্ষ মোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান নকিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে এক দশকের বেশি সময় দায়িত্ব পালনের পর এবার পদত্যাগ করছেন ভারতীয় বংশোদ্ভূত রাজীব সুরি। গতকাল প্রযুক্তি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়। রাজীব সুরির স্থানে নতুন সিইও হিসেবে পেক্কা লন্ডমার্কের নাম জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর ইন্দো এশিয়া নিউজ সার্ভিস।
অনেক আগে থেকেই সুরি নকিয়া বোর্ড পরিচালনা পর্ষদের প্রতি আভাস দিয়েছিলেন, যদি তিনি যোগ্য উত্তরাধিকারী পান তাহলে ভবিষ্যতে যেকোনো সময় তার পদ থেকে সরে দাঁড়াতে পারেন। প্রতিষ্ঠানটির এ ঘোষণার পরে রাজীব এক বিবৃতিতে বলেন, নকিয়ায় দীর্ঘ ২৫ বছর পার করেছি, এবার আলাদা কিছু করতে চাই। নকিয়া সর্বদা আমার অংশ হয়ে থাকবে। নকিয়াকে আরো উন্নত করতে এবং নিজেকে ভালো নেতা করে গড়ে তোলার জন্য নকিয়াকে ধন্যবাদ জানান রাজীব সুরি।
অনেক আগে থেকেই সুরি নকিয়া বোর্ড পরিচালনা পর্ষদের প্রতি আভাস দিয়েছিলেন, যদি তিনি যোগ্য উত্তরাধিকারী পান তাহলে ভবিষ্যতে যেকোনো সময় তার পদ থেকে সরে দাঁড়াতে পারেন। প্রতিষ্ঠানটির এ ঘোষণার পরে রাজীব এক বিবৃতিতে বলেন, নকিয়ায় দীর্ঘ ২৫ বছর পার করেছি, এবার আলাদা কিছু করতে চাই। নকিয়া সর্বদা আমার অংশ হয়ে থাকবে। নকিয়াকে আরো উন্নত করতে এবং নিজেকে ভালো নেতা করে গড়ে তোলার জন্য নকিয়াকে ধন্যবাদ জানান রাজীব সুরি।
আর্কাইভ থেকে