ফের জুটি বাঁধছেন শাহরুখ-আলিয়া

ফের জুটি বাঁধছেন শাহরুখ-আলিয়া
বয়সের অনেক ব্যবধান। তবু এই দুই তারকাকে জুটি হিসেবে দেখতে চায় দর্শক। সেই ভাবনা থেকেই নির্মিত হয়েছিলো ‘ডিয়ার জিন্দেগি’ নামের সিনেমা। সেখানে শাহরুখ খান ও আলিয়া একসঙ্গে অভিনয় করেছেন। ছবিটি ব্যবসায়িক সাফল্য না পেলেও আলোচনায় এসেছিলো দুই তারকার অভিনয়।

আবারও পাঁচ বছর পর আবার শাহরুখ-আলিয়া একসঙ্গে হয়েছেন নতুন প্রোজেক্টে। তবে এক স্ক্রিনে দেখা যাবে না তাদের। আলিয়া থাকবেন অনস্ক্রিনে। শাহরুখ প্রযোজক।

নতুন এ সিনেমার নাম ‘ডার্লিংস’। পরিচালনা করবেন জসমিত কে রীন। মুম্বাইয়ের মধ্যবিত্ত পরিবারের এক মা-মেয়ের গল্প দেখানো হবে ‘ডার্লিংস’ সিনেমায়। এমনটাই শোনা যাচ্ছে।

আরও জানা গেল, ‘ডার্লিংস’ ছবির মাধ্যেমে পরিচালনার খাতা খুলতে চলেছেন জসমিত। এর আগে তিনি ‘ফোর্স-২’, ‘ফ্যানে খান’, ‘পতি পত্নী অউরো উয়ো’ ছবির গল্প লিখেছন তিনি।

ছবিটিতে অভিনয় করবেন শেফালি শাহ, বিজয় শর্মা, রোশন ম্যাথিউ-এর মতো শিল্পীরা।

জানা গেছে এ বছরেই মুক্তি হতে পারে রেড চিলিজ এন্টারটেনমেন্ট প্রযোজিত এই ছবি। ‘ডার্লিংস’ ছাড়াও শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ববি দেওল, বিক্রাম্ত ম্যাসি, সানিয়া মালহোত্রা অভিনীত ‘লাভ হোস্টেল’, এবং অভিষেক বচ্চন অভিনীত ‘বব বিশ্বাস’ ছবিগুলোর প্রযোজনার দায়িত্ব নিয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার