লেবানন থেকে আরও ৪১৯ প্রবাসী দেশে ফিরছেন

লেবানন থেকে আরও ৪১৯ প্রবাসী দেশে ফিরছেন
রাজনৈতিক অস্থিরতাসহ নানা অভ্যন্তরীণ সমস্যার কারণে লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন আরও ৪১৯ জন প্রবাসী বাংলাদেশি। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে রওনা দিয়ে শুক্রবার সকালে তারা দেশে পৌঁছাবেন বলে জানায় দূতাবাস।

বুধবার বৈরুতের ক্লাসিকো স্টেডিয়ামে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের হাতে বিমানের টিকিট তুলে দেয় বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন ও তৃতীয় সচিব আব্দুল্লাহ আল সাফিসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।

অভিবাসীরা টিকিট হাতে পেয়ে বাংলাদেশ সরকার ও দূতাবাসকে ধন্যবাদ জানিয়েছেন।

বাংলাদেশ দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরা কর্মসূচির আওতায় এখনো পর্যন্ত চার হাজারেরও বেশি বাংলাদেশি দূতাবাসে স্বেচ্ছায় নাম নিবন্ধন করেছেন। পর্যায়ক্রমে তাদের দেশে ফেরানো হবে।

শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন জানান, প্রবাসীদের স্বার্থে দূতাবাসে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নাম নিবন্ধন চালু থাকবে এবং নিবন্ধিত সব প্রবাসীদের স্বল্প সময়ে পর্যায়ক্রমে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দেশে পাঠানো হবে। আগামী ২১ ফেব্রুয়ারি বাংলাদেশ বিমানের আরো একটি বিশেষ ফ্লাইট রয়েছে। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি রাতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে প্রথম দফায় ৪৩২ বাংলাদেশি দেশে ফেরেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

প্রবাসীদের সতর্ক করলো কাতারে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস
ভোটাধিকারের দাবিতে প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের সমাবেশ
মালয়েশিয়ায় বিশেষ অভিযান, ৩৭৭ বাংলাদেশি আটক
ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের প্রতারণা, রোমে প্রবাসীদের বাংলাদেশ দূতাবাস ঘেরাও
কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে গেল ৯৮ বাংলাদেশি
কুয়ালালামপুর বিমানবন্দরে চোরাচালানের দায়ে ৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক
সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
চীনের রেশম পথের ঐতিহ্য ও সংস্কৃতি অন্বেষণে বিদেশী ভ্রমণকারীরা