আজ কোচিং স্টাফদের ডেকেছেন বিসিবি সভাপতি

আজ কোচিং স্টাফদের ডেকেছেন বিসিবি সভাপতি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর নড়েচড়ে বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। ‘কোথায় সমস্যা হচ্ছে’ জানতে চেয়ে দফায় দফায় আলোচনায় বসছেন তিনি।

গতকাল জাতীয় নির্বাচক, বিসিবির পরিচালকবৃন্দ ও তিন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে আলোচনায় বসেছিলেন। আজ তার বাসভবনে জাতীয় দলের কোচিং স্টাফদের ডেকেছেন। বৃহস্পতিবার সকালে কুর্মিটোলা হাসপাতালে গণমাধ্যমে তিনি বলেন, ‘আজ আরেকটি মেজর মিটিং আছে কোচিং স্টাফদের সঙ্গে। আমি তাদের কাছে জানতে চাইবো সমস্যা কোথায়? এটা বসার পর ওদেরকে বলবো যে, কী করতে হবে সামনের দিনগুলোতে।’

বুধবার (১৭ ফেব্রুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে আলোচনা নিয়ে বোর্ড সভাপতি বলেন, ‘ওদের কাছে জানতে চেয়েছিলাম কে সিদ্ধান্ত নিচ্ছে, কে পরিকল্পনা সাজাচ্ছে? মূলত আমি আগের সঙ্গে কোনো পরিকল্পনায় মিল পাচ্ছি না। এজন্য খুঁটিনাটি সব জানতে চাই। ওরা বলেছে, এই জায়গায় সমস্যা। আমি বললাম, কেন সমস্যা হচ্ছে। আগে তো সব কিছু তাদের চাপিয়ে দেওয়া হতো। এখন তো সিদ্ধান্ত নিজেরা নিচ্ছে। তাহলে কেন ফল আসছে না?’

নাজমুল হাসানের দাবি, বোর্ড ও দলের মধ্যে কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। যা মোটেও ভালো নয়। তার ভাষ্য, ‘আগে খালেদ মাহমুদ সুজন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছে। সে বোর্ড ও দলের মধ্যে যোগাযোগ রাখতেন। আমরা দলের সামগ্রিক অবস্থা সব জানতে পারতাম। আর কেউ না জানলেও আমি জানতে পারতাম। এখন আমরা কেউ জানি না। এটা বিরাট কমিউনিকেশন গ্যাপ হচ্ছে। দায়িত্ববান যাকেই প্রশ্ন করছি সেই এড়িয়ে যাচ্ছে। উত্তর দিতে পারছে না।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো