বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই অ্যাপ উদ্বোধনের পর স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখন যেকোনো ব্যক্তি সরাসরি নিবন্ধন করতে পারবেন। অর্থাৎ সিস্টেমটা আরও সহজ হয়ে গেল এবং রেজিস্ট্রেশনের গতি আরও বেড়ে গেল।’
করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর আগে সুরক্ষা নামের এই অ্যাপ গুগল প্লে স্টোরে আপলোডের কথা থাকলেও এটি নানা জটিলতায় আটকে ছিল। সেই অ্যাপ অবশেষে উন্মুক্ত হলো। এখন থেকে অ্যাপটি পাওয়া যাবে গুগল প্লে স্টোরে।