সূত্র জানায়, বুধবার ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্লোজিং শেয়ার দর ছিল ৫৩.৪০ টাকা। আজ লেনদন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ৫৮.৭০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৫.৩০ টাকা বা ৯.৮৮ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসই’র দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে আসে ন্যাশনাল ইন্স্যুরেন্স।
এদিন দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বুধবার প্রতিষ্ঠানটির ক্লোজিং শেয়ার দর ছিল ৯.৫০ টাকা। আজ লেনদন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ১০.২০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ০.৭০ টাকা বা ৭.৩৬ শতাংশ বেড়েছে।
এই তালিকার তৃতীয় স্থানে আছে এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড। বুধবার কোম্পানিটির ক্লোজিং শেয়ার দর ছিল ৯৪.৭০ টাকা। আজ লেনদেন শেষে তাদের শেয়ার দর দাঁড়ায় ১০০.৯০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৬.২০ টাকা বা ৬.৫৫ শতাংশ বেড়েছে।
এদিন দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইস্টার্ন ইন্স্যুরেন্স, আমান ফিড, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওয়ালটন হাই-টেক, লিব্রা ইনফিউশন, বাংলাদেশ ল্যাম্পস, মোজাফফর হোসেন স্পিনিং মিল।