বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে পাঠানো এক বিবৃতির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বৈঠক করে শিক্ষার্থীদের সবোর্চ্চ নিরাপত্তা নিশ্চিত করণের দাবী জানানো হয়েছে। একই সাথে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবিও জানানো হয়েছে।
গভীর রাতে মেসে ঢুকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের নির্যাতনের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনও মামলা হয়নি। গ্রেফতার হয়নি কোনও হামলাকারী। তবে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনিয়র শিক্ষকদের সঙ্গে প্রক্টরিয়াল বডির আলোচনার পর সন্ধ্যায় মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রক্টর।