রাষ্ট্রপতির আদেশে তাঁকে গাজীপুরের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ সাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
চার বছরের জন্য উপ-উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে ড. নাসিমা বানুকে। তিনি বর্তমান পদের সমপরিমান বেতন-ভাতা পাবেন। তবে, উপউপাচার্য হিসেবে অন্যান্য সুবিধাও পাবেন। বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী তিনি উপ-উপাচার্যের দায়িত্ব পালন করবেন।