চার ঘণ্টা পর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালু

চার ঘণ্টা পর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালু
চাবি হারিয়ে যাওয়ায় বন্ধ থাকার চার ঘণ্টা পর ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেন চলাচল শুরু হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ছয়টার দিকে চাবি হারিয়ে যাওয়ায় ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারেনি। বাজার স্টেশনে আটকা পড়ে ট্রেনটি। চার ঘণ্টা পর সকাল ১০টার দিকে বিকল্প ব্যবস্থায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। দীর্ঘ সময় বন্ধ থাকায় বিপাকে পড়েন ট্রেনটির যাত্রীরা।

কয়েকজন যাত্রী জানিয়েছিলেন, সকাল ৬টার দিকে সিরাজগঞ্জের বাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছাড়ার কথা ছিল ট্রেনটির। কিন্তু হঠাৎ করে চাবি হারিয়ে যাওয়ায় ট্রেনটি বন্ধ হয়ে যায়। এতে তাদের ভোগান্তিতে পড়তে হয়।

স্টেশন মাস্টার জানান, বিকল্প ব্যবস্থায় অন্য একটি ইঞ্জিনের সাহায্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জামতৈলে নেয়া হচ্ছে। সেখান থেকে বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে চাবি নিয়ে তারপর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা