সূত্র মতে, বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৪ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৭.৪০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৪০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আলহাজ্ব টেক্সটাইল ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওয়ালটনের ৫.০৭ শতাংশ, ইউনিলিভারের ৪.২৬ শতাংশ, গোল্ডেন সনের ৩.২৮ শতাংশ, আরডি ফুডের ৩.২৭ শতাংশ, বাংলাদেশ ন্যাাশনাল ইন্স্যুরেন্সের ২.৮৯ শতাংশ, রেকিট বেনকিজারের ১.৫৮ শতাংশ, এমআই সিমেন্টের ১.৩১ শতাংশ, মিরাকলের ১.৩০ শতাংশ এবং রিজেন্ট টেক্সটাইলের শেয়ার দর ১.২৮ শতাংশ বেড়েছে।