সূত্র মতে, বৃহস্পতিবার ফান্ডটির ইউনিটের ক্লোজিং দর ছিল ১৬.৯০ টাকায়। আজ লেনদেন শেষে ফান্ডটির ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় ১৫.৮০ টাকায়। অর্থাৎ আজ ফান্ডটির ইউনিট দর ১.১০ টাকা বা ৬.৫০ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়ার ফান্ড ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মীর আখতারের ৬.৩৬ শতাংশ, রবি আজিয়াটার ৬.৩৬ শতাংশ, জুট স্পিনার্সের ৬.২১ শতাংশ, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ৫.৬০ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ৫.৫৭ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৫.৪৪ শতাংশ, পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ৫.৪০ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্সের ৫.৩ শতাংশ এবং লাভেলো আইসক্রীমের শেয়ার দর ৫.৩০ শতাংশ কমেছে।