সোমবার (২২ ডিসেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সরকার থেকে যে সিদ্ধান্ত এসেছে তা আমরা শতভাগ মেনে চলবো। সরকারিভাবে যে সিদ্ধান্ত এসেছে সেই অনুসারে শিক্ষা কার্যক্রম চলবে। অনার্স ও মাস্টার্সের চলমান পরীক্ষা নিয়ে জিজ্ঞাসা করলে উপাচার্য বলেন, যেহেতু ২৪ মে এর আগে ক্যাম্পাস খুলছে না, সেহেতু তাদের পরীক্ষাও হবে না। এটি সরকারি বিশ্ববিদ্যালয়, সরকার যা বলবে আমরা সে অনুযায়ী কাজ করবো।
উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মতে প্রত্যেক বিভাগের অনার্স শেষ বর্ষ ও মাস্টার্সের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়। ইতোমধ্যে কয়েকটি বিভাগের সব পরীক্ষা শেষ হলেও অধিকাংশ বিভাগে নির্ধারিত পরীক্ষা বাকি রয়েছে।