সূত্র মতে, ২০২০ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৭৭ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ৭৫ পয়সা। সেই হিসাবে গত বছরের তুলনায় শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ২ পয়সা।
দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বাড়ায় ছয় মাসের (জুলাই-ডিসেম্বর) হিসাবেও কোম্পানিটির মুনাফা আগের বছরের তুলনায় বেড়েছে। ২০২০ সালের জুলাই থেকে ডিসেম্বর এই ছয় মাসে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ১ টাকা ৬৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৬০ পয়সা।
মুনাফার পাশাপাশি কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্যও আগের বছরের তুলনায় বেড়েছে। ২০২০ সালের ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৬ টাকা ৪৬ পয়সা, যা ২০২০ সালের জুন শেষে ছিল ৩৪ টাকা ৮০ পয়সা।
২০২০ সালের জুলাই-ডিসেম্বর সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১ টাকা ১১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৬১ পয়সা।