কয়েক মাস আগেই ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ নামে একটি ফিচার চালু করে হোয়াটসঅ্যাপ। নতুন ফিচারটিও প্রায় একই রকম। এ ফিচারটি কেউ চালু করলে ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে পাঠানো মেসেজ ৭ দিনের বেশি থাকবে না। ৭ দিন হয়ে গেলে এমনিই মুছে যাবে।
টেলিগ্রাম জানিয়েছে, অ্যানড্রয়েড ব্যবহারকারীরা ফিচারটি ব্যবহার করতে হলে প্রথমে ‘ক্লিয়ার হিস্টরি’ অপশনে যেতে হবে। ব্যবহারকারীরা চাইলে এ মেসেজ মুছে যাওয়ার সময়সীমা একদিনও রাখতে পারবেন। আবার চাইলে সেই সময়সীমা ৭ দিনও করতে পারবেন।
তবে আইওএস ব্যবহারকারীদের ক্ষেত্রে প্রথমে কোনো মেসেজ নির্বাচন করতে হবে। তারপর ‘ক্লিয়ার চ্যাট’ অপশনে গিয়ে অটো ডিলিট অপশনটি বেছে নিতে হবে। তারপর সেটির ডিউরেশন (২৪ ঘণ্টা না ৭ দিন) বেছে নিতে হবে।
এর আগেও ব্যবহারকারীদের জন্য একাধিক দুরন্ত ফিচার এনেছে টেলিগ্রাম। যেমন- হোয়াটসঅ্যাপের মতোই নিজে নিজেই বার্তা মুছে যাওয়া, কিংবা গ্রুপে যত খুশি সম্ভব সদস্য যুক্ত করা। -টেক টাইমস