৭ মার্চের ভাষণকে বিএনপি খাটো করে দেখে না: ফখরুল

৭ মার্চের ভাষণকে বিএনপি খাটো করে দেখে না: ফখরুল
৭ মার্চের ভাষণকে বিএনপি খাটো করে দেখে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শনিবার (২২ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জিয়াউর রহমান কারও দয়ায় খেতাব পাননি। মুক্তিযুদ্ধে অসমান্য অবদানের জন্য স্বাধীনতা পরবর্তী সরকার বীর উত্তম খেতাব দিয়েছিল তাঁকে।

ফখরুল বলেন, স্বাধীনতা কোনও দল বা গোষ্ঠীর নিজস্ব সম্পত্তি নয়। কে কার খেতাব কেড়ে নিল তাতে জনগণের কিছু যায় আসে না। জিয়াউর রহমানকে ইতিহাস ধারণ করছে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। স্বাধীনতা যুদ্ধে কার কি অবদান তার মর্যাদা দিতে হবে। বিএনপি কারও সম্মানে আঘাত হানে না।

বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমানের অবদানকে যারা অস্বীকার করছে, তারা স্বাধীনতা যুদ্ধে বিশ্বাস করে না। স্বাধীনতার বিষয়ে কাউকে খাট করা বিএনপির উদ্দেশ্য নয়। ৭ মার্চের ভাষণকে খাটো করে দেখে না বিএনপি। তবে সে ভাষণেই যুদ্ধ হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি বলেন, জাতিকে বিভক্ত করেছে সরকার। গণতন্ত্রহীনতা কি স্বাধীনতার চেতনা? কথা বলার স্বাধীনতা নেই। ডিজিটাল আইন করে কণ্ঠরোধ করা হচ্ছে। দেশকে কোনও পরিবারের একান্ত সম্পত্তিতে পরিণত করা যেন না হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক
সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ বদ্ধপরিকর: ড. হেলাল উদ্দিন
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান 
আলোচিত নতুন লোগো সরিয়েছে জামায়াত
আমির হামজাকে সতর্ক করলো জামায়াতে ইসলামী
দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী
জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানো হবে: ড. হেলাল উদ্দিন
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে : সারজিস