রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন অব বাংলাদেশ (আইডিইবি)- এর মিলনায়তনে শনিবার সকাল ৯টায় এ ত্রি-বার্ষিক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে ২২০ ভোট পেয়ে নির্বাচিত হন হারুনুর রশিদ। সিনিয়র সহ-সভাপতি পদে ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হন এম ডি শাহজাহান। মহাসচিব পদে ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন মোহাম্মদ খালেক মুসান্নাহ। সিনিয়র যুগ্ম-মহাসচিব পদে ১৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন মুহাম্মদ আব্দুর রহিম। সাংগঠনিক সম্পাদক পদে সর্বোচ্চ ২৫১ ভোট পেয়ে নির্বাচিত হন মো. হাসান মাসুদ রানা। দ্বিতীয় সাংগঠনিক পদে সর্বোচ্চ ভোট ১০০ পেয়ে নির্বাচিত হন হাসান কবির। এছাড়া তারিকুর রহমান ভূঁইয়া ৯৯ ভোট ও কাজি হেদায়েত ৬৯ভোট পেয়ে নির্বাচিত হন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বোর্ড এফিলিয়েটেড সোসাইটি ফর মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউশন (বামি) - এর সভাপতি অধ্যাপক ডা. এম এ বাসেদ। নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইব)- এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুর রহমান।