বেলা ১২টায় ডিএসইতে হয় ১৫০ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন। প্রধান বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৪২১ পয়েন্টে।
তারপর হঠাৎ সূচকের পতন। বেলা ১ টা ১৬ মিনিটে প্রধান সূচক ২৪ পয়েন্ট কমে দাঁড়ায় ৪ হাজার ৩৯৬ পয়েন্টে।
বেলা ১২টায় অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করে এক হাজার ২৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৪৭৩ পয়েন্টে।
তারপর ১টা ১৬ মিনিটে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়ায় ১ হাজার ১৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৪৬৫ পয়েন্টে।