বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ
লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রনিক্স, পাওয়ার, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল) পদে নিয়োগ ও প্যানেল তৈরির লক্ষ্যে টেলিটকের মাধ্যমে যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তদবিপরীতে অনলাইনে প্রাপ্ত আবেদনকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

পরিচালক (কর্মচারী পরিদপ্তর, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) নাসরিন পারভীন স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রনিক্স) পদের পরীক্ষা আগামী ১২ মার্চ, ২০২১ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। উপসহকারী প্রকৌশলী (পাওয়ার) পদের পরীক্ষা একই দিনে বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) পদের পরীক্ষা আগামী ২৫ মার্চ, ২০২১ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদের পরীক্ষা আগামী ৯ এপ্রিল, ২০২১ সকাল ১০টা থেকে বেলা ১১টা এবং বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) পদের পরীক্ষা আগামী ২৩ এপ্রিল, ২০২১ সকাল ১০টা থেকে বেলা ১১টা এবং বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ ও আনুষঙ্গিক প্রয়োজনীয় নির্দেশনা প্রার্থীদের মুঠোফোনে মেসেজের মাধ্যমে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও জানতে বিজ্ঞপ্তি দেখুন

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি