পিসিএএ’র ভ্রমণ নিষেধাজ্ঞা তালিকায় তিনটি ক্যাটাগরিতে বিভিন্ন দেশের নাম অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে ক্যাটাগরি সি’তে থাকার অর্থ তাদের জন্য পাকিস্তান ভ্রমণ পুরোপুরি নিষিদ্ধ। কেবল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়েই পাকিস্তানে প্রবেশ করতে পারবেন ওইসব দেশের লোকজন।
এই ক্যাটাগরিতে আগে থেকেই ছিল দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, ব্রাজিল, আয়ারল্যান্ড, পর্তুগাল ও নেদারল্যান্ডস। নতুন করে এর সঙ্গে যোগ হয়েছে পেরু, তানজানিয়া, বতসোয়ানা, কলম্বিয়া, কমোরোস, ঘানা, কেনিয়া, জাম্বিয়া ও মোজাম্বিক।
পিসিএএ’র ক্যাটাগরি এ’তে রয়েছে চীন, অস্ট্রেলিয়া, মিয়ানমার, শ্রীলঙ্কাসহ মোট ২১টি দেশ। এসব দেশ থেকে পাকিস্তানে প্রবেশে কোনও বাধা নেই, এমনকি করোনা টেস্টেরও দরকার পড়ে না।
ক্যাটাগরি এ এবং সি’তে যাদের নাম নেই, তারা ক্যাটাগরি বি’র অন্তর্ভুক্ত ধরা হবে। এসব দেশ থেকে পাকিস্তান প্রবেশ করতে যাত্রা শুরুর সর্বোচ্চ ৭২ ঘণ্টার আগে করা করোনা টেস্টের ফলাফল নেগেটিভ থাকা আবশ্যক। সূত্র: ডন