ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বুধবার রহিমা ফুড কর্পোরেশনের ক্লোজিং শেয়ার দর ছিল ১৭৫ টাকা ৪০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ১৯২ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ প্রতিষ্ঠানটির শেয়ার দর ১৭ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
টপ টেন গেইনার বা দর বৃদ্ধি তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ই-জেনারেশন লিমিটেড। গতকাল কোম্পানিটির ক্লোজিং শেয়ার দর ছিল৩৫ টাকা ৯০ পয়সা। আজ লেনদেন শেষে তাদের শেয়ার দর দাঁড়ায় ৩৯ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। গতকাল কোম্পানিটির ক্লোজিং শেয়ার দর ছিল১০৯ টাকা ৭০ পয়সা। আজ লেনদেন শেষে তাদের শেয়ার দর দাঁড়ায় ১১৮ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ৮০ পয়সা বা ৮ দশমিক ০২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড, জিবিবি পাওয়ার লিমিটেড, অরিয়ন ফার্মা লিমিটেড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ক্রিস্টল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও লাভেলো আইস্ক্রিম।