২০১৭ সালের ১৪ মার্চ সিবিএস কার্যক্রম নিয়ন্ত্রণের মাধ্যমে বিমানে শৃঙ্খলা ফেরাতে ১৯৫৮ সালের এসেনশিয়াল সার্ভিসেস অর্ডিন্যান্সের ক্ষমতাবলে বিমানের কর্মীদের চাকরিকে অত্যাবশ্যকীয় সেবার আওতায় আনা হয়। এরপর দফা দফায় ছয় মাস করে সময় বাড়ানো হচ্ছে।
সর্বশেষ ছয় মাস মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৩ মার্চ। শ্রম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব অশোক কুমার স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, অত্যাবশ্যকীয় সেবা ঘোষণার প্রযোজ্যতার মেয়াদ ১৪ মার্চ থেকে আরও ছয় মাসের জন্য বৃদ্ধি করা হলো।