8194460 নিলামে টুইটারপ্রধানের প্রথম টুইট - OrthosSongbad Archive

নিলামে টুইটারপ্রধানের প্রথম টুইট

নিলামে টুইটারপ্রধানের প্রথম টুইট
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের প্রধান জ্যাক ডরসি নিলামে নিজের প্রথম টুইটটি বিক্রি করতে চলেছেন। টুইটারের ১৫ বছর পূর্তিতে ডিজিটাল মেমরিবিলিয়া (ডিজিটাল স্মৃতি) হিসেবে টুইটটি নিলামের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

শনিবার পর্যন্ত টুইটারটির দাম উঠেছে ২ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৬ কোটি ৯৫ লাখ ১০ হাজার ৪৪০ টাকা (ডলারপ্রতি ৮৪.৭৬ টাকা ধরে)।

এক্ষেত্রে টুইটটির ক্রেতা পাবেন একটি সার্টিফিকেট। যেখানে জ্যাক ডরসির একটি ডিজিটাল স্বাক্ষর থাকবে। এতে মূল টুইটের মেটাডেটা অন্তর্ভুক্ত থাকবে। মেটাডেটায় থাকবে টুইটটির কন্টেন্ট, সময় ইত্যাদি।

১৫ বছর আগে ২০০৬ সালের ২২ মার্চ রাত ২টা ৫০ মিনিটে জ্যাক ডরসি টুইটারে প্রথম টুইট করে লেখেন, ‘জাস্ট সেটিং মাই টুইটার।’

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে দেখা যায়, জ্যাক ডর্সি এই টুইটটি ‘অ-কার্যকরী টোকেন’ (এনএফটি) হিসেবে বিক্রির জন্য ‘ভ্যালুয়েবলস বাই সেন্ট’ নামে একটি ওয়েবসাইটে তালিকাভুক্ত করেছিলেন। সেখানে তিনি গত শুক্রবার একটি লিঙ্ক পোস্ট করেন।

শনিবার পর্যন্ত জ্যাক ডরিসের টুইটটির মূল্য ছিল দুই মিলিয়ন ডলার। সর্বশেষ অফারটি করেন ক্রিপ্টোকারেন্সির জনক জাস্টিন সান, যিনি এর আগে ওয়ারেন বাফেটের ‘চ্যারিটি ডিনার’-এর জন্য নিলাম জিতেছিলেন।

সান টুইট করে লেখেন, ‘আমি সর্বশেষ ২ মিলিয়ন মার্কিন ডলার অফার করছি।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা